কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি সূচনা করা হয়।
ভোরে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে স্বাধীনতা যুদ্ধে অমর শহীদের স্বরণে পুস্পমাল্য অর্পণ করেন। বিজয় দিবস অনুষ্ঠানমালায় ছিল, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি ফলকে শহীদদের স্মরণে পূষ্পার্ঘ অর্পণ, করোনাভাইরাসের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে অনলাইনে আলোচনা সভা অনুষ্টিত হয়। জাতির শান্তি কামনায় মসজিদ-মন্দিরে মোনাজাত ও প্রার্থনা। দুপুরে হাসপাতালে রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন। উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন দিবসটি পালন করেন। উপজেলা বি,এন,পি স্বাধীনতা দিবসটি পালন করেন।
এ ছাড়া ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেন। ।
Leave a Reply