দিলীপ কুমার সাহা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ আসনের নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান সরকার দলীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন । গতকাল রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাকে চূড়ান্ত মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।
মনোনয়ন পেয়ে তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৫ নিকলী-বাজিতপুর আসনের সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়নের চিঠি প্রদান করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
তৃতীয়বারের মতো কিশোরগঞ্জ-৫ নিকলী-বাজিতপুর আসনে নৌকার মাঝি হয়ে নির্বাচনে অংশ নেওয়ার খবরে অভিনন্দন জানিয়েছেন নিকলী-বাজিতপুর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ছাড়াও সাধারণ মানুষ।
Leave a Reply