কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ২০১৯-২০ অর্থ বছরে কৃষি প্রণোদনার বীজ ধান ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল এগারো টায় আউশ ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে পাকুন্দিয়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিসের সামনে আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়।
বীজ ধান ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারাম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আল আমিন ও উপ-সহকারী কৃষি কমকর্তাগণ।
প্রথম দিনে ৯০০ জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ ধান, ডিএপি ২০কেজি এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
Leave a Reply