কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশের পিকআপ ভ্যানের সঙ্গে ভ্যানের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে।
আজ শনিবার (১১ জুন) দুপুরে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে সুখিয়া ইউনিয়নের কুষাকান্দা ছায়েম উদ্দিনের পান দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন, উপজেলার কোদালিয়া গ্রামের আবু বক্করের ছেলে ইমরুল ইসলাম (৩৫)। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, কিশোরগঞ্জ থেকে আসা পুলিশের পিকআপটি পাকুন্দিয়া যাচ্ছিল। পিকআপটি কিশোরগঞ্জের মহাসড়কের কুষাকান্দা এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা কাঠাল ভর্তি একটি ভ্যান পুলিশের পিকআপের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ভ্যানের পুরো অংশ ধুমড়ে মুচড়ে যায়। এ সময় ভ্যান চালক গুরুতর আহত হয়। আহত ভ্যান চালককে পুলিশ মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায়নি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply