মো. মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ জানুয়ারি) দুপুরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান কবির, মো. বাহার উদ্দিন, আবু তাহের মাস্টার, মোস্তুফা মাস্টার, মো. মির্জালী প্রমুখ। পরে বীরমুক্তিযোদ্ধা মোস্তুকা কামাল দোয়া মাহফিল পরিচালনা করেন।
Leave a Reply