পাকুন্দিয়া উপজেলা হোসেন্দী মুন্সি বাড়ির জামেমসজিদের উদ্যোগে শুকরান মাহফিল ও ত্রান বিতরণ করা হয়েছে।
.
শুক্রবার (১২ মার্চ) হোসেন্দী মুন্সি বাড়ির প্রয়াত ব্যক্তিদের স্বরনে এলাকার ২২ টি অসহায় পরিবারের মাঝে প্রত্যেককে ৮ কেজি চাল, ১ কেজি সয়াবিন তৈল, ডাল ১ কেজি, লবন ১ কেজি, পেয়াজ ২ কেজি, আলু ৪ কেজি দেয়া হয়।
.
এ সময় মসজিদ কমিটির সভাপতি মো: গাজিউল হকের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ বিভাগের সাবেক ডিজি মুহসিনুল হুদা, মো: আবেদ, এডভোকেট জসিমূল হুদা মিন্টু , এড. হুমায়ুন কবির, সমাজসেবক আহমেদ ফারুক খোকন, মসজিদ কমিটির সম্পাদক শামসুদ্দীন বাবু ও সাবেক ছাত্র নেতা মাইনুল হক সাবের।
Leave a Reply