গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকুন্দিয়া উপজেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ওমর ফারুক মজলিশ সভাপতি, তাজুল ইসলাম সাগর সাধারণ সম্পাদক এবং মাহমুদুল হাসান রাসেল সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পূর্ব নির্ধারিত সময়ে সকাল ৯টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এছাড়া প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।
৩টি পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং মোট ৫৯৫ ভোটের মধ্যে ৫২১ ভোট কাস্টিং হয়েছে। সভাপতি পদে ওমর ফারুক মজলিস হরিণ প্রতীকে ৩৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুজ্জামান স্বপন চেয়ার প্রতীকে ১৪৯ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে তাজুল ইসলাম সাগর হেলিকপ্টার প্রতীকে ৩৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি মাওলানা মাহমুদুল হাসান গোলাপ ফুল প্রতীকে ১২৭ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মাহমুদুল হাসান রাসেল আনারস প্রতীকে ৩১৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লিটন মিয়া মোটরসাইকেল প্রতীকে ১৮০ ভোট পেয়েছেন। বাকি ১৩টি পদে একক প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
[…] এই খবরটি পড়ুন: পাকুন্দিয়া বাজার বণিক সমিতির নির্বাচ… […]