ডেস্ক রিপোর্ট
এবারে অনুষ্টিত সারাদেশে সপ্তাহব্যাপী আয়কর মেলার প্রথম দিনে ২১৮ কোটি ৪২ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। যা গত বছরের মেলার প্রথম দিনের চেয়ে যা ১০ কোটি টাকারও বেশি।
প্রথম দিনে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ। তবে এবারের মেলায় গত বছরের চেয়ে সেবাগ্রহীতা ও রিটার্ন দাখিলকারী সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য মতে সেবা নেয়া ও রিটার্ন দেয়া উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি ৪০ শতাংশের উপরে।
গতকাল ঙ্গলবার সারাদেশে এক যোগে শুরু হয় আয়কর মেলা-২০১৮। কেন্দ্রীয়ভাবে রাজধানীর অফিসার্স ক্লাবে সকালে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এদিকে, মেলার প্রথম দিনে দেশজুড়েই ছিল নানা আয়োজন। অনুষ্ঠিত হয়েছে সভা-সেমিনার। মেলায় ছিল স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণা। উন্নয়ন ও উত্তরণ, আয়করের অর্জন স্লোগানে শুরু হওয়া এবারের মেলার প্রতিপাদ্য আয়কর প্রবৃদ্ধির মাধ্যমে সামাজিক ন্যায় বিচার ও ধারাবাহিক উন্নয়ন নিশ্চিতকরণ।
মেলার সমন্বয়ক জিয়া উদ্দিন মাহমুদ বলেন, পূর্বাপরের চেয়ে এবারের মেলা বেশ সাজানো গোছানো। মেলায় বেড়েছে সেবা ও তথ্য কেন্দ্রের পরিধি। সব মিলিয়ে উৎসমুখর পরিবেশেই চলছে আয়কর মেলা।
প্রতিবারের মতো এবারে মেলার বাড়তি আকর্ষণ কর প্রশিক্ষণ ফোরাম। নতুন করদাতা সৃষ্টিই এর লক্ষ্য।
Leave a Reply