কিশোরগঞ্জের বাজিতপুরে সংখ্যালঘু নির্যাতন ও সকল মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বাজিতপুর শাখা এর উদ্দ্যোগে এক মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ মার্চ) বিকাল ৩টার দিকে বাজিতপুর বাজার মোড়ে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিকপুর ইউনিয়নের নওগা গ্রামের সংখ্যালঘু হিন্দু পল্লীতে ভাঙচুর, লুটপাট ও সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পী গোষ্ঠী এর সভাপতি নাসিমা রহমান এর নেতৃত্বে উক্ত মানববন্ধনে সংখ্যালঘুদের উপর সব রকম নির্যাতনের বিরুদ্ধে ঘৃনা ও প্রতিবাদ জানিয়ে এবং প্রতিকারের লক্ষ্যে জনসচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ সৃষ্টিতে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, সম্পাদক প্রান কৃষ্ণ বনিক, উদীচী সদস্য আজিজুর রহমান, ফরিদা ইয়াসমিন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সদস্য ও অধ্যাপক ইন্দ্রজিত দাস, প্রথা বিরুধী কবি ও লেখক এবং বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রভাষক কমরেট মোহাম্মদ আজিজুল ইসলাম।
উদীচীর সহ সভাপতি বেনু কুমার দাসের সঞ্চালনায় এই সময় বাজিতপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সচেতন নাগরিক সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply