কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু’র করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
.
জানা গেছে আজ সোমবার (৫ এপ্রিল) করোনা পরীক্ষার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে স্যাম্পল দিয়েছিলেন। রাতে সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে জেনে তার ব্যবহৃত ফেইসবুক আইডিতে শুকরিয়া আদায় করেছেন।
.
উল্লেখ্য যে, গত ১৫ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনার টিকা নেন তিনি। গত ২৮ মার্চ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। পরের দিন ২৯ মার্চ সন্ধ্যায় নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। সে হিসেবে টিকা নেওয়ার ৪২ দিন পর করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
.
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি শহরের খড়মপট্টির বেগম রোকেয়া সড়কের নিজ বাসায় আইসোলেশনে ছিলেন।
Leave a Reply