কিশোরগঞ্জ সদর উপজেলার নীলগঞ্জ চৌধুরী হাটি মজুমদার পাড়ার গরীব অসহায় বিধবা ও বয়স্ক মোছাঃ করফুলা (৭৫) সৌদি প্রবাসী মো: তোফাজ্জল করে দিল বৃদ্ধার তাকার জন্য একটি নতুন ঘর।
৩০ বছর পূর্বে করফুলার স্বামী একটি মেয়ে সন্তান রেখে মারা যান বাদ্যক্ষ জনিত কারণে। স্বামী মারা যাওয়ার পর থেকেই বয়স্ক করফুলা মেয়ে সন্তানটিকে নিয়ে খুব দুঃখে কষ্টে খেয়ে না খেয়ে দিনাধীন পার করেছেন একটি ভাঙ্গা কুটিরে। আর করফুলারই এক সুভাকাংখী এলাকার একটি মসজিদের হুজুর মোঃ আঃ খালেক একদিন তারই পরিচিত দানবীর প্রবাসী হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নে বর্শিকুড়া গ্রামে মৃত মোঃ আঃ খালেক এর ছেলে মোঃ তোফাজ্জল এর কাছে করফুলার কষ্টের কথা ও জীবন বৃতান্ত সম্পূর্ণ খোলে বলেন। আর প্রবাসী মোঃ তোফাজ্জল হোসেন বয়স্ক ও বিধবা মোছাঃ করফুলার দুঃখে কষ্টের কথা ভেবে তাহার থাকার জন্য একটি নতুন ঘর করে দেন, এমনকি করফুলার মূত্যুর আগ পর্যন্ত সকল প্রকার ভরণ পোষন ও চিকিৎসা সেবার সকল খরচ দিয়ে যাবেন। যেহেতু এই বৃদ্ধা মহিলার ছেলে সন্তান নেই বলে।
আর প্রবাস থেকে তোফাজ্জল সার্বিকভাবে খোঁজ খবর নিচ্ছেন বলে করফুলা জানান।
Leave a Reply