ডেস্ক রিপোর্ট
একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আগাম সাঁটানো ব্যাণার, পোষ্টার যারা এখনো সরাননি, তাদের জরিমানা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সাথে সংশ্লিষ্ট পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আগাম সাঁটানো এসব প্রচার সামগ্রী সরানো হবে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব কথা বলেন।
গত রোববার ছিল নির্বাচনী প্রচার সামগ্রী সরানোর শেষ দিন। কিন্তু, নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক জায়গার এসব প্রচার সামগ্রী সরানো হয়নি।
এ নিয়ে হেলালুদ্দীন আহমদ আরো বলেন, এর আগে আগাম নির্বাচনী পোস্টার-ব্যানার সরিয়ে ফেলার জন্য সংশ্নিষ্টদের বলেছিলাম। রোববার ছিল তার শেষ দিন। কিন্তু, যারা এখনও সরাননি, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছে আমরা ।
তিনি আরো বলেন, এ ব্যাপারে আরেকটি নির্দেশনা জারি করা হবে। সেই নির্দেশনায় কী বলা হবে-প্রশ্নের জবাবে সচিব বলেন, যারা পোস্টার-ব্যানার সরাননি, আজ (সোমবার) থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া স্থানীয় পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদের সহায়তায় এগুলো নামিয়ে ফেলা হবে।
Leave a Reply