ভৈরবে করোনা জয়ী বেসরকারি পর্যায়ের ১২ জনকে বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার পক্ষ থেকে প্রত্যেককে আর্থিক অনুদান হিসেবে ৫হাজার টাকার চেক প্রদান করা হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ভৈরবের করোনা জয়ী ১২ জনের হাতে প্রধানমন্ত্রীর অনুদানের চেক তুলে দেন। চেক হস্থান্তর অনুষ্ঠানে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বুলবুল আহমেদ ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনসহ উপজেলা পরিষদের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভৈরবে ১২ জন করোনায় আক্রান্ত হয়ে ভৈরব ট্রমা সেন্টারের আইসোলেশনসহ ঢাকার কুর্মিটোলা হাসপাতাল ও কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । পরবর্তীতে সুস্থ হওয়া ব্যক্তিরা বাড়ি ফিরে আরো ১৪দিন হোম কোয়ারেন্টিন পর্ব সফলতার সাথে সম্পন্ন করেছেন। হোম কোয়ারেন্টাইন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুদানের চেক আসার পর আনুষ্ঠানিকভাবে করোনা জয়ীদের হাতে এ চেক তুলে দেওয়া হয়।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা লুবনা ফারজানা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে করোনা জয়ী বেসরকারি পর্যায়ের ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছেন। এরই প্রেক্ষিতে ভৈরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া বেসরকারি পর্যায়ের ১২জনের হাতে অনুদানের চেক হস্থান্তর করা হয়েছে। এছাড়াও পর্যায়ক্রমে সুস্থ হওয়া বাকি ব্যক্তিদের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্থান্তর করা হবে।
Leave a Reply