কিশোরগঞ্জের ভৈরব পৌর ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় ধাপে আরো আড়াই হাজার নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে দশটায় নিজ বাসভবনের সামনে ৬নং ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষদের হাতে ঈদ উপহার বিতরণ করা হয়। এসময় প্রত্যেকের হাতে এক কেজি পোলাওয়ের চাল, এক প্যাকেট সেমাই, আধা কেজি চিনি, আধা লিটার সয়াবিন তেল ও এক প্যাকেট দুধ তুলে দেওয়া হয়। ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া ও তার দুই ছেলে নাঈম হোসাইন, আবিদ হোসাইনসহ জান্নাত রেষ্টুরেন্ট এন্ড রিসোর্টের জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বিল্লাল ও অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বর্তমান করোনা পরিস্থিতিতে সমাজের নিম্ন আয়ের মানুষজন চরম দুর্ভোগে পড়েছেন। এ অবস্থায় জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় অসহায় মানুষদের পাশে এসে দাড়িয়েছেন ভৈরব পৌর কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া। নিজ অর্থায়নে ত্রাণ বিতরণী কার্যক্রমের প্রথম ধাপে স্থানীয় দুই হাজার অসহায় মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি। পরবর্তীতে দ্বিতীয় ধাপে আরো আড়াই হাজার নিম্ন আয়ের পরিবারের হাতে ঈদ সামগ্রী তুলে দেওয়া হলো। এর বাইরেও করোনা ভাইরাসের এই সংকটময় পরিস্থিতি মোকাবেলা করতে নগদ অর্থ প্রদান, সুরক্ষা সামগ্রী বিতরণসহ বিভিন্ন ভাবে অসহায় মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। জনপ্রতিনিধির এমন মানবিক কর্মকান্ডে খুশি ও সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। এছাড়াও অসহায় মানুষদের সাহায্যে এসব মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও জানান কাউন্সিলর মোশারফ হোসেন মিন্টু মিয়া।
Leave a Reply