হৃদয় আজাদ:
কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় নির্মিত দ’ুটি স্বাস্থ্যসেবা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলার সাদেকপুর ইউনিয়নে মৌটুপি কমিউনিটি কিøনিকি ও একই ইউনিয়নে মেন্দীপুর কমিউনিটি ক্লিনিক নামে দু’টি গ্রামীণ স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল মেয়র বীর মুক্তিযোদ্ধা মির্জা সুলায়মান প্রধান অতিথি দ’ুটি ক্লিনিকের উদ্বোধন করেন। এ-সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল আহমেদ, সাদেকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হক, বর্তমান সাদেকপুর ইউনিয়ন আওয়মীলীগ সভাপতি ফজলুল হক মাস্টার, পল্লী চিকিৎসক ডা. নুরুল হুদা, সাবেক কমান্ডার হামিদুল হক প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল আহমেদ বলেন, গত বছরের প্রথম দিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওয়তায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে দ’ুটি একতলা ভবন বিশিষ্ট কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ শুরু হয়ে চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়। মূলত গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও তৃণমূল পর্যায়ে হত-দরিদ্রদের মাঝে বিনামূল্যে গ্রামীণ স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষেই এ-দু’টি ক্লিনিক নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন প্রতিটি ক্লিনিকে একজন ডাক্তার ও তিনজন সেবাকর্মী নিয়মিত সেবা প্রধান করবেন।
Leave a Reply