হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি:
জাতির জনক বঙ্গ-বন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু, গণহত্যা, স্বাধীনতা,পাট ,নারী দিবস ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ভৈরবে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সোমবার সকালে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের সভাপতিত্বে প্রস্তুতিসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাক্বী বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) আনিসুজ্জামান, ভৈরব থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, প্রকৌশলী আবু ইউসুফ, ভৈরব শিল্পকলা পরিষদেও সভাপতি ও হাজী আসমত কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল বাসেত, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিরাজ উদ্দিন, কমলপুর হাজী জরিহ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুর রহমান, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারন সম্পাদক আলাল উদ্দীন প্রমূখ।
সভায় দিবস গুলো যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষে সকলের দিক-নির্দেশনামূলক বুদ্ধি পরামর্শসহ সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহি কর্মকর্তা ইসরাত সাদমীন বলেন অতীতের থেকে এবার আরো সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে ভৈরবে মহান স্বাধীনতা দিবস পালন করা হবে। এছাড়াও বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকীতে নিরানব্বই পাউন্ডের একটি কেক কাটা হবে বলেও জানান তিনি।
Leave a Reply