কিশোরগঞ্জের ভৈরবে র্যাব পরিচয় দিয়ে চাদাঁবাজিসহ বিভিন্ন সন্ত্রাশি কর্মকান্ডের অভিযোগে দুইজনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের সদস্যরা। আটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার বীল গ্রাইন (বিলকিরাটন) গ্রামের মৃত সবুজ মিয়ার ছেলে মোঃ শাওন (২৬) ও ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া (৩৮)। শুক্রবার রাতে তাদেরকে চাদাঁবাজির সময় হাতেনাতে আটক করা হয়।
র্যাব সূত্রে জানাযায়, ডাকাতি-খুন, ছিন্তাইসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত একটি সন্ত্রাশিচক্র ভৈরবের বিভিন্ন ব্যবসায়ীদের কাছে নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে চাদাঁবাজিসহ নানাধরনের জালিয়াতি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব লক্ষীপুরস্থ মিন্টু মিয়া সিএনজি ফিলিং স্টেশনে উপস্থিত হয়ে শাওন ও ফারুক নিজেদেরকে র্যাব পরিচয় দিয়ে অর্থদাবি করেন। পরে বিষয়টি তাৎক্ষণিক ভৈরব র্যাব ক্যাম্পকে অবগত করা হলে ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে মিন্টু মিয়া সিএনজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে উপরোক্ত দুজনকে আটক করা হয়।
এবিষয়ে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, ভুয়া র্যাব সেজে চাদাঁবাজির সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়েছে। আটকৃত শাওন একজন কুক্ষাত সন্ত্রাশি। সে দীর্ঘদিন যাবৎ খুন, ডাকাতি-দস্যুতা, অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত। চিহ্নিত সন্ত্রাশি শাওনের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। এছাড়াও আটকৃত দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply