মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে মরহুম বাদশা মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ৪৯৪ বার পড়া হয়েছে

 

ভৈরব প্রতিনিধি
কিশোরগঞ্জে ভৈরবে মরহুম বাদশা মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনি ম্যাচ গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মিন্টু মিয়া ফিলিং স্টেশন একাদশ বনাম মাড়িয়া একাদশের উদ্ভোধনী খেলা দুপুর ২টায় শহরের লক্ষীপুর হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় রোড সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ভৈরব তরুণ যুব সংঘের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মিন্টু মিয়া। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোল্লা বশীর আহমেদ, ৬নং ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি সোনা মিয়া, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, ৬নং সেচ্ছাসেবকলীগ সভাপতি তারেক মিয়া, ৬নং যুবলীগের সাধারণ সম্পাদক সুজা উদ্দীন জনি সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১২ ওভারের ম্যাচে টসে জিতে অধিনায়ক নাঈম হোসাইনের নেতৃত্বে ব্যাট করতে নেমে প্রতিপক্ষকে ১৬৯ রানের বিশাল টার্গেট দেন মিন্টু মিয়া ফিলিং স্টেশন একাদশের খেলোয়াগণ। মাত্র পনের বল খেলে ৯ছক্কা হাকিয়ে ৫৬ রান করেন ওপেনার সানি বাদশা। ম্যান অব দি ম্যাচের পুরুষ্কারটিও তার হাতেই ওঠে।
পরে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই মিন্টু মিয়া ফিলিং স্টেশনের বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সের কাছে অসহায় হয়ে পড়ে মাড়িয়া একাদশের ব্যাটসম্যানরা। তারা ইনিংস শুরুর প্রথম থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে। ১২ওভার শেষে ৯ উইকেট হারিয়ে তাদের রানের ঝুলিতে জমা পরে মাত্র ৮০ রান। ৮৯ রানের বিশাল পরাজয় মাথায় নিয়েই মাঠ ছাড়ে মাড়িয়া একাদশ।
এই হারের পর প্রতিক্রিয়ায় পরবর্তী ম্যাচ গুলোতে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার কথা জানালেন মাড়িয়া একাদশের অধিনায়ক উজ্জল মিয়া।
মিন্টু মিয়া ফিলিং স্টেশন একাদশের অধিনায়ক নাঈম হোসাইন বলেন, খেলায় তার দল বিশাল ব্যবধানে জিতলেও আগামী দিনের খেলাগুলোতে আরো ভালো করতে ছেলেরা মুখিয়ে আছে।
খেলায় আম্পায়ারের দায়িত্বে ছিলেন ভৈরব তুরণ যুব সংঘের সভাপতি আবুল হোসাইনী ও হারুন মিয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com