মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ইমাম উলামা পরিষদের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার জামে মসজিদের সামনে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হোসাইনীর সভাপিতত্বে ও মাওলানা আবদুল কাইয়ূমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি মাওলানা ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মাওলানা যুবায়ের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু সুফিয়ান প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) আমাদের পবিত্র ভালোবাসার নাম। তাঁকে নিয়ে কটূক্তি আমরা মুসলিম হিসেবে কখনও মেনে নিব না। ভারতের বিজেপি নেতা রাসুল (সা.) কে নিয়ে কটূক্তি করায় বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এর তীব্র নিন্দা জানিয়েছেন। আমরা পাকুন্দিয়াবাসীর পক্ষ থেকেও এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Leave a Reply