বিপুল মেহেদী :
কিশোরগঞ্জ উপজেলার মারিয়া ইউনিয়নে আ: ছাহেদ গাজী ভান্ডারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণ ও অভিভাবক সমাবেশ করা হয়েছে। আজ(৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে মো: ইব্রাহিম খলিল বাবুল’র সৌজন্যে এসব ইউনিফর্ম বিতরণ করা হয়।
কিশোরগঞ্জের উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার মো: সাজ্জাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো: মাহদী হাসান, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মারিযা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান হলুদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: হাদিউল আলম হলুদ, প্রধান শিক্ষক শামীমা বেগম প্রমূখ। অন্যান্যদের মধ্যে বিদ্যালযের সহকারি শিক্ষকমণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। নতুন পোষক পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দে উচ্ছ্বসিত।
Leave a Reply