রংপুর মহানগরীর সাতমাথা এলাকায় অস্বাথ্যকর পরিবেশের একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান পচা, বাসি ও দুর্গন্ধ যুক্ত সেমাই ও মিষ্টান্ন উদ্ধার করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (গোয়েন্দা) উত্তম প্রসাদ পাঠক জানান, বৃহস্পতিবার দুপুরে নগরীর সাতমাথা আরকে রোডের পাশে দীপ ফুড প্রোডাকাশন নামের ওই সেমাই কারাখার অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখানে স্যাতস্যাতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও মিস্টান্ন বানিয়ে তা বাজারজাত করা হচ্ছিল। এসময় বিপুল পরিমান পচা সেমাইসহ সেমাই বানানোর সামগ্রী জব্দ করা হয়।
কারখানরার মালিক মাকসুদা আখতার পলিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত সেমাই নস্ট করার আদেশ দেয়।
Like this:
Like Loading...
Related
Leave a Reply