কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী-করিমগঞ্জ সংযোগ রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের মজলিশপুর খেলার মাঠ সংলগ্ন কালভার্টের নিচ থেকে বুধবার (১৭ জুন) দুপুরে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে নিকলী থানা পুলিশ।
এলাকাবাসি সুত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ১০টায় নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর খেলার মাঠে একদল শিশু কিশোর খেলছিলো। এসময় তারা রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের একটি কালভার্টের নিচে পানিতে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ দেখতে পায়। স্থানীয় গ্রাম পুলিশ মিন্নত আলী নিকলী থানা পুলিশকে খবর দেন।
নিকলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিক ভাবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply