নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় রোজা রেখে একজন কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত রবিবার (১৭ মে) সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার চাঁদখানা ইউনিয়নের কৃষক বেলাল উদ্দিনের ৬০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইনূল আরেফিন সপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ড্যাফোডিল, নিয়াজ মোর্শেদ, কিশোরগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও চাঁদখানা ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইনূল আরেফিন সপু বলেন, আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দেশের বর্তমান পরিস্থিতিতে কৃষকের দুশ্চিন্তা কমাতে আমরা ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছি।
কৃষক বেলাল উদ্দিন বলেন, ‘বাড়তি মজুরি ও শ্রমিক সংকটের কারণে পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা হচ্ছিল। ছাত্রলীগ আজ সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে।’
Leave a Reply