সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার সলঙ্গা বাজারে সয়াবিন, পামওয়েল তেল মজুদ করে উচ্চ মুল্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩৭ হাজার লিটার তেল জব্দ করে এবং ৫০ হাজার টাকা জরিমান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার সলঙ্গা বাজারের রাজলক্ষী বানিজ্য ভান্ডার ও দুলাল চন্ড কুন্ডু স্টোরে এই অভিযান পরিচালনা করেন-সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনি।
এ সময় মজুদকৃত তেল নায্যমুল্যে খোলা বাজারে বিক্রি করা হয়। এ অভিযান শেষে সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান রনি বলেন অতিরিক্ত মুনাফার লোভে সয়াবিন তেল মজুদ রাখায় ৩৭ হাজার লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে জব্দকৃত সোয়বিন তেল খোলা বাজারে বিক্রি করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
Leave a Reply