সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়েরের পর কিশোরীর বাবাকে মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, কিশোরী ও তার মা কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা লাহিড়ীবাড়ি গ্রামে মজিবর রহমানের বাড়িতে দীর্ঘ দিন যাবত তাঁতের কাজ করতো। এক পর্যায়ে মায়ের অনুপস্থিতিতে গত ৫ ডিসেম্বর তাঁত মালিক মজিবরের ছেলে মনিরুল ইসলাম মনি (২৮) ঐ কিশোরীকে ধর্ষণ করে। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মনিরুল ও তার চাচাতো ভাই নুরনবীকে আসামী করে গত ১৩ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে বলে কিশোরীর পরিবার অভিযোগ করেছেন।
কিশোরীর বাবা জানান, গত শনিবার (৫ ডিসেম্বর) রাতে ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে মনিরুল। ঘটনাটি আমার মেয়ে তার মাকে বললে স্থানীয়দের বিষয়টি জানাই। পরে তাদের পরামর্শ মতো কোর্টে মামলা করা হয়েছে। মামলার পর থেকে আমাদের নানান ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
এই খবরটি পড়ুন: সিরাজগঞ্জে নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র্যাব
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম রাকিবুল হুদা জানান, ধর্ষণের মামলা সংক্রান্ত কোন তথ্য এখনও হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।
Leave a Reply