বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সৈয়দ আশরাফের ডিও লেটার প্রদান করা কাজগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৭৭ বার পড়া হয়েছে

হোসেনপুর সংবাদদাতা :
কিশোরগঞ্জ-১ (হোসেনপুর-কিশোরগঞ্জ সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলি অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান হোসেনপুরবাসী। গত রোববার (১০ ফেব্রুয়ারী) বিকেলে কিশোরগঞ্জ রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী সৈয়দ আশরাফের ছোট বোন ডাঃ সৈয়দা জাকিয়া নুর লিপিকে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করার পর পরই উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সৈয়দ আশরাফের ডিও লেটার প্রদান করা কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান । এ সময় হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অর্থনীতি বিষয়ের প্রভাষক আশরাফ আহমেদসহ অনেকেই জানান, সৈয়দ আশরাফ ছিলেন আমাদের হোসেনপুর-কিশোরগঞ্জের উন্নয়নের কাণ্ডারি। তিনি জীবিতকালে যে সকল কাজকর্মে সুপারিশ করেছেন তা সবই বাস্তবায়িত হয়েছে দ্রুত সময়ে। কিন্তু অসুস্থ হওয়ার আগে যে কয়টি ডিও লেটার প্রদান করেছেন সেগুলোর মধ্যে হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ সরকারী করণের বিষয়টি ছিলো অন্যতম। তার ওই ইচ্ছাটুকুর বাস্তবায়ন দেখে যেতে পারেননি তিনি। বর্তমানে এ আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় দাবি ওঠেছে তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের। সে সময় প্রধানমন্ত্রীর বরাবরে লেখা চাহিদা পত্রে সৈয়দ আশরাফ উল্লেখ করেন উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান হোসেনপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজটিকে সহানুভুতিপূর্ণ বিবেচনায় প্রত্যন্ত অঞ্চলের নারী শিক্ষার উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণের লক্ষে সদয় নির্দেশ প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান। হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষায়ক সম্পাদক অধ্যাপক আব্দুল ওয়াদুদসহ অনেকেই জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কিশোরগঞ্জ স্টেডিয়াম মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক ওই কলেজটি সরকারী করণের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন। তাই ওই কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ হোসেনপুরের বিশিষ্টজনদের প্রাণের দাবি হোসেনপুর মহিলা ডিগ্রি কলেজসহ প্রয়াত সৈয়দ আশরাফের ডিও লেটার প্রদান করা অন্যান্য জনকল্যাণমূলক উন্নয়ন কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকরি উদ্যোগ গ্রহণ করবেন।

কিশোরগঞ্জ-১ আসন থেকে প্রয়াত সৈয়দ আশরাফ ১৯৯৬ সাল থেকে শুরু করে একাধারে পাঁচবার এমপি নির্বাচিত হন। তিনি ইতিপূর্বে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী ,স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রী, আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করেন। বর্ষিয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন ফুসফুসে ক্যানসার জনিত জঠিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে কিশোরগঞ্জ-১ আসন থেকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়ে শপথ নেওয়ার আগেই তিনি গত ৩ জানুয়ারি বৃহঃস্পতিবার রাত সাড়ে ৯টায় চলে যান না ফেরার দেশে। ফলে আসনটি শুন্য ঘোষণা করে তফসিল প্রকাশ করেন নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১০ ফেব্রুয়ারী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অপর দু’প্রার্থী প্রত্যাহার করায় বিনা-প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হন সৈয়দ আশরাফের ছোট বোন ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com