মোরা আজ পেয়েছি স্বাধীনতা
আজ মোরা হয়েছি স্বাধীন।
ইয় পরাধীন নয়তো কারো অধীন।
মনে পড়ে যায় যে, আমাদের পূর্ব পুরুষের কথা
কোথায় তিতুমীর, সূর্যসেন ক্ষুদিরাম প্রীতিলতা
দেখবে যদি এসো কেমন তোমাদের স্বাধীনতা ।
কোথায় শেরে বাংলা, শরীয়ত উল্লাহ মাওলানা ভাসানী
শুনবে যদি এসো কেমন তোমার স্বাধীনতার শুনানী।
হয়তো তোমাদের আত্তায় কিছুটা শান্তি পাবে।
অতীতের ব্যর্থতার গ্লানি কিছুটা মুছে যাবে।
এ দেশে স্বাধীনতার জন্য
তোমরা দিয়েছো রক্ত করেছ আত্তাদান
করেছ কারা বরণ
সয়েছ লান্ধনা গঞ্জনা, আর অপমান
তোমাদের এই ত্যাগ তিতীক্ষা সবই হয়েছে সফল
এ দেশের স্বাধীনতা তোমাদের আত্মদানের ফল।
বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ হয়েছে স্বাধীন।
দেশ আজ মুক্ত, পেয়েছে সার্বভৌমত্ব, নয় পরাধীন।
বঙ্গবন্ধু উদাত্ত কন্ঠে আহবান করেছিলেন।
৭ই মার্চের ভাষণে রেসকোর্স ময়দানে বলেছিলেন।
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।
রক্ত যখন দিয়েছি আরও দিব।
তবুও এ দেশকে মুক্ত করে ছাড়ব (ইনশাল্লাহ)
২৬ মার্চ স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন
বাংলার আপামর জনতা।
এদেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেছে।
দেশের সর্বস্তরের মানুষ
কবি, শিল্প সাহিত্যিক, বুদ্ধিজীবি।
আবাল-বৃদ্ধ বণিতা।
এ দেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ হয়েছে শহীদ
দুই লক্ষ মা-বোন হয়েছে নির্যাতিতা।
এই যে তোমাদের স্বাধীনতা।
এদেশ নবাব সিরাজ উ-দ্দৌল্লার দেশ
এদেশ বিশ্বাসঘাতক মীর জাফরের দেশ নয়।
এদেশে মুক্তিযোদ্ধাদের দেশ
এদেশ রাজাকার, আল-বদরের দেশ নয়
এদেশ ওসমানী, ঈশা-খানের দেশ।
এদেশ আয়ুর খান, টিক্কা খানের
অনুসারীদের দেশ নয়।
রফিক, জব্বার , বরকত, সালামের দেশ।
স্বাধীনতা যুদ্ধ হয়েছে শেষ, মুক্তিযুদ্ধ রয়েছে বাকী।
স্বাধীনতা কামী মানুষের
আজও কাদেঁ আঁখি।
কারণ;
রাজাকার ,আল-বদরের
বিচার আজও কিছুটা রয়েছে বাকী।
সত্য, সুন্দর স্বাধীনতা হোক উজ্জীবিত
কোথায় বীর মুক্তিযুদ্ধোরা
তোমাদের স্বাধীনতা তোমরা কর জাগ্রত।
যে দেশে ছিলোনা জাতির পিতার জীবনের নিশ্চয়তা
সে দেশে কিসের স্বাধীনতা ?
যে দেশে জাতির পিতাকে হত্যা করে
স্ব-পরিবারে চিরতরে,
সে দেশে স্বাধীনতা থাকে কেমন করে?
কোথায় বাংলার আকাশে উদিত দ্রুবতারা
সৈয়দ নজরুল বাংলার বুলবুল
তাজ উদ্দিন, মুনসুর আলী, কামরুজ্জামান
কি ছিল তাদের অপরাধ?
জেলখানায় হত্যা করে মিটিয়েছিল জীবনের স্বাদ।
হায়রে বুদ্ধিজীবি ধৈর্য ও চেষ্টা করে
বানিয়েছিল বড় মাথা
তাই হয়েছিল বড় নেতা
বুঝে শুনে তাই আততারী
সুযোগে সদ্ব-ব্যবহার করে।
নয় মাস যুদ্ব করে হয়েছে স্বাধীন।
পাকিস্তান বাহিনি আত্মসমর্পন করে রেসকোর্স ময়দানে
জেনারেল নিয়াজী ছিয়ান্নব্বই হাজার সৈন্য নিয়ে ।
১৬ই ডিসেম্বর বিজয় পতাকা উড়ে বাংলার ঘরে ঘরে
স্বাধীনতার গাইবো জয়গান
দেহ মন উজার করে প্রাণ।
হাজার বছরের শ্রেষ্ট বাঙালী
বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান ।
যতদিন রবে বাংলার বুকে
পদ্মা, মেঘনা, যমুনা বহমান
ততদিন রবে তোমার কৃতিত্ব
শেখ মুজিবুর রহমান।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা
দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা
উন্নয়নের রোল মডেল
যার হয়না কোন তুলনা
দেশ আজ ক্ষুধা দারিদ্র মুক্তির পথে
বিশেষজ্ঞদের মতে ।
শেখ হাসিনা সরকার
এদেশে বারবার দরকার
দেশ ও জাতির উন্নয়নে
তুলনা নাই যার।
ডিজিটাল বাংলাদেশ গড়ে করেছ ভালো
ঘরে ঘরে জ্বলছে আজ বিদ্যুতের আলো
রাজাকার আল-বদরের করেছ বিচার
দিয়েছো প্রমাণ তার সাহসিকতার ।
যার মাঝে নাই কোন ভয় ভীতি।
সদা থাকে জাগ্রত আদর্শ নীতি
বাংলার ঘরে ঘরে আজ তোমার জয়গান ।
দেশের জন্য তুমি উজার করে দিয়েছ প্রাণ।
জননী ও জন্মভূমি স্বর্গের সমান
জীবন দিয়ে রেখে যাব স্বাধীনতার মান।
লিখেছেন: গীতিকার: ডাঃ সত্যেন্দ্র চন্দ্র সরকার, বাংলাদেশ টেলিভিশন
Leave a Reply