ত্রিপুরা রাজ্যের পাহাড়ি এলাকাগুলোতে চলছে টানা ভারী বর্ষণ। বৃষ্টির পানি নদী হয়ে ধীরে ধীরে সমতলে নামতে থাকার ফলে প্রতিদিনই নতুন নতুন এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।
প্রশাসন জানিয়েছে, ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ২৫টি ত্রাণ শিবির খোলা হয়েছে। এসব শিবিরে আশ্রয় নিয়েছেন পাঁচ হাজারের বেশি বন্যার্ত। তাদের খাবারসহ অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহ করা হচ্ছে। তবে বন্যার্তদের মধ্যে কয়েকজনের দাবি, প্রশাসনের কাছ থেকে সঠিক পরিষেবা পাচ্ছেন না তারা। ফলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অপরদিকে নতুন করে প্লাবিত এলাকাগুলোতে নৌকা নিয়ে টহল দিচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। তারা মাইকের মাধ্যমে সাধারণ মানুষদের সতর্ক করছে। আবার নৌকায় তুলে বন্যার্তদের পাঠাচ্ছে ত্রাণ শিবিরে।
এদিন রাজধানীর চন্দ্রপুর এলাকায় এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।
Leave a Reply