হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে শেষ হলো অনূর্ধ্ব ১৬ বালকদের ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে স্বাগতিক পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে চরকাঠিয়ারি উচ্চ বিদ্যালয়।
নির্ধারিত সময় ১-১ গোলে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতে শিরোপা নিশ্চিত করে চরকাঠিয়ারির খেলোয়াড়রা। এর আগে সকালে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথম ম্যাচে চর হাজীপুর উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়েছিলো পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় সেমিফাইনালে হুকলাকান্দী উচ্চ বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়েছিলো চর কাঠিয়ারি উচ্চ বিদ্যালয়। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের মাহাবুব হোসেন। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান। মাদক এবং জঙ্গীবাদের বিপক্ষে খেলোয়াড়দের এক হওয়ার আহবান জানান তিনি।
“সোনার বাংলা শ্যামল থাক জঙ্গীবাদ নিপাত যাক” এবং “চলুন সবাই মিলে লড়ি মাদক মুক্ত দেশ গড়ি” এই দুটি স্লোগান জার্সির মাধ্যমে দুই দলের খেলোয়াড়দের উসৎর্গ করেন ক্রীড়াপ্রেমী জাহিদুর রহমান। ফাইনাল ম্যাচে আরো উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ইউিনিয়ন চেয়্যারম্যান মোঃ আঃ ছালাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক ভূঁঞা।
এই আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। তিনি জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিনে থাকা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।
Leave a Reply