কিশোরগঞ্জের হোসেনপুরে বসত ঘরে আগুন লেগে পুড়ে গেছে ফারজুল ইসলাম,(৫৫)তাইজুল ইসলাম, (৬০)এমদাদুল হক (৪২) নামের তিন দিনমজুরের স্বপ্ন।
মঙ্গলবার (২৯ মার্চ) উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার রাত ৯ টার দিকে হঠাৎ করে বসত ঘরে আগুন ধরে মুহুর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠে। আগুন দেখে এমদাদুল হক চিৎকার করলে আশপাশের লোকজন এবং ফায়ার সার্ভিসের ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। এতে বসত ঘর এবং গোয়াল ঘরে বাঁধা ১টি গরু সহ তিন ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। নগদ তিন লক্ষ টাকা সহ এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের উৎপত্তি।
স্থানীয় মেম্বার মো. জাহাঙ্গীর আলম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, গরীব মানুষ, পান বরজে কাজ করে তারা দিনাতিপাত করে। নিম্ন আয়ের মধ্যে থেকেই ছেলে-মেয়েদের পড়ালেখা খরচ চালাতে হয়।
ক্ষতিগ্রস্ত ফারজুল ইসলাম,তাইজুল ইসলাম, এমদাদুল হক, কে সরকারি প্রণোদনা দিয়ে অর্থনৈতিক ভাবে সাহায্য করার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
Like this:
Like Loading...
Related
Leave a Reply