কিশোরগঞ্জের হোসেনপুরে রাস্তার পাশে ব্রীজের নিচ থেকে ব্যাগে ফেলে রাখা অজ্ঞাত নবজাতক এক মেয়ে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
.
উদ্ধারের ১০ ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পানান গ্রামের আব্দুল গফুর মাষ্টারের বাড়ির কাছে রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পায় স্থানীয় হাসেন ওরফে ছেইসু মিয়া। পরে এলাকা বাসী মৃত নবজাত শিশু টিকে সকালে হোসেনপুর থানা ওসি তদন্ত নূূর হোসেন, সমাজ সেবা অফিসার এহসানুল হক গিয়ে শিশুটির লাশ হোসেনপুুর হাসপাতালে নিয়ে আসলে পরে সরকারি পৌর কবরস্থানে দাফন করা হয়।
Leave a Reply