‘‘আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার’’ এ প্রতিপাদ্য নিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানন্ত্রীর বিশেষ উদ্যোগে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুরে ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বাধন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার পুমদি ইউনিয়নের উত্তর পুমদি গ্রামে পূনর্বাসনের জন্য গৃহ নির্মাণ কাজের উদ্বাধন করেন উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পুমদি ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমূখ।
উল্লেখ্য, ভূমিহীন ও গৃহহীনদের পূনর্বাসনের জন্য অত্র উপজেলায় ২০টি গৃহ নির্মান বরাদ্দকৃত। প্রতিটি গৃহ নির্মান খরচ হবে ১ লাখ ৭১ হাজার টাকা।
Leave a Reply