বৈশ্বিক মহামারীতে কিশোরগঞ্জে-১ আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি এঁর পরামর্শে এবং জেলা প্রশাসক জনাব সারোয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শতাধিক প্রতিবন্ধী ও অসহায় হতদরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, জেলা সমাজকল্যাণ পরিষদ ও জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন হতে প্রাপ্ত মোট ১ লক্ষ ৫ হাজার টাকা আর্থিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়।
এ উপলক্ষে বুধবার (২০ মে) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত আড়াইবাড়িয়া ও পৌরসভার প্রতিবন্ধী ও হতদরিদ্র ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এম.কম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, মডেল প্রেসক্লাবে সাধারন সম্পাদক সঞ্জিত চন্দ্র শীলসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সার্বিক সহায়তা করেন সমাজসেবা অফিসার মোঃ এহসানুল হক।
Like this:
Like Loading...
Related
Leave a Reply