কিশোরগঞ্জের হোসেনপুরে মরণব্যাধি করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশের উদ্বোগে সাবান ও মাস্ক বিতরণের পাশাপাশি শুরু হয়েছে সামাজিক দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম।
সোমবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার হাসপাতাল চৌরাস্থায় ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সমূহে রং দিয়ে নিরাপদ দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকা কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলী। এ সময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র আব্দুল কাইযুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোস্তাফিজুর রহমান,এস আই মনির হোসেন, এস আই দ্বীন ইসলাম,এস আই সাকিব আহাম্মেদ, আওয়ামীলীেগ নেতা তাজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর মোঃ বাদল খন্দকার প্রমুখ।
জানাযায়, দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন দোকানে ও হাট-বাজারে ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় দোকানপাট সমূহে রং দিয়ে নিরাপদ দূরত্ব নির্ণয় নির্দেশক চিহ্ন আঁকাসহ সচেতনতামূলক প্রচারনা চালায় পুলিশ । এ সময় খেটে খাওয়া মানুষের হাতে সাবান ও মাস্ক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলী। করোনার সংক্রমণ এড়াতে কাজ শেষে সাবান দিয়ে হাতধোয়া, হ্যান্ডশেক-কোলাকুলি বন্ধ রাখা, সামাজিক দুরত্ব বজায় রাখা ও জরুরী প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার বিষয়ে জনসাধারনকে সচেতন করা হয়।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মোঃ সোনাহর আলী জানান, জরুরি নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ওষুধের দোকানগুলোর সামনে দূরত্ব নির্ণয় চিহ্ন ব্যবহারে মাধ্যমে মরণব্যাধি করোনাভাইরাসে জনসচেতনতা সৃষ্টি করছেন।
Leave a Reply