কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স চত্বর থেকে এক মহিলা অটো চোরকে হাতেনাতে জনতার সহায়তায় আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সোমবার (২০ জুন) দুপুরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সদর উপজেলার বৌলাই গ্রামের অটোচালক পিয়াসকে (১৮) ভাড়ায় হাসপাতাল থেকে সিরিঞ্জের বাক্স নেওয়ার কথা বলে। পরে দীর্ঘ ১ ঘন্টা পর কিশোরগঞ্জ সদরের আবদুল্লার মেয়ে মহিলা অটো রিকসা চোর তানিয়া (২৫) এসে অটোচালক পিয়াসকে তিন তলা থেকে ৫ টি সিরিঞ্জের বাক্স আনতে বলে। অটো চালক পিয়াস সরল বিশ্বাসে দুতলায় উঠা মাত্রই তানিয়া তার সাথে থাকা একটি ছেলেকে নিয়ে ওই অটোটি ছিনতাইয়ের চেস্টা করে।
বিষয়টি উপস্থিত লোকজন টের পেয়ে অটোচোর বলে চিৎকার করলে মহিলার সাথে থাকা ছেলেটি পালিয়ে যায়। এ সময় জনতা অটো চুরির চেস্টার দায়ে তানিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ এসে ওই মহিলা অটো চোরকে থানায় নিয়ে যায়।
অটোচালক পিয়াস জানান, আমাকে হোসেনপুর হাসপাতাল থেকে ৫ কার্টুন সিরিঞ্জ নেওয়ার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের সামনে থেকে আমাকে ভাড়া করে নিয়ে আসে। কিন্তু ওই মহিলা যে এত বড় অটো চোর তা আমি আন্দাজ করতে পারি নি। মানুষজন না থাকলে আমার অটোটি চুরি হয়ে যেত।
উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে হোসেনপুর হাসপাতাল চত্বরে চুরির উপদ্রব বেড়ে যায়। অনেকেই টিকা দিতে এসে গলার চেইন, কানের দুল, নগদ টাকা পয়সা কোয়ালেও এর সাথে জড়িতদের গ্রেফতার করা সম্ভব হয় নি।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ ঘটনাস্থল পরিদর্শন করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Like this:
Like Loading...
Related
Leave a Reply