কিশোরগঞ্জে ২৫০০ কর্মহীন শ্রমিকের মাঝে কিশোরগঞ্জ পৌরসভা খাদ্য সামগ্রী বিতরণ করেছে। আজ শুক্রবার (১৫ মে) বিকালে কিশোরগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনাভাইরাস প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া রিক্সাশ্রমিক, অটোশ্রমিক, হোটেল-রেস্তোরাঁর শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের ২৫০০ শ্রমিকের মাঝে পৌরসভার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন কিশোরগঞ্জের স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ। এ সময় প্রত্যেক শ্রমিককে তার পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১০ কেজি চাল, ১ লিটার তেল ও ১ মিষ্টি কুমড়া দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণের সময় পৌর কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মেয়র জানান, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে পৌরসভার পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। জনস্বার্থে মানুষের মাঝে পৌরসভার পক্ষ থেকে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply