শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কার মাথায় উঠছে কোহিনূর খচিত মুকুট?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ১৩ বার পড়া হয়েছে
কার মাথায় উঠছে কোহিনূর খচিত মুকুট?

প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। বৃহস্পতিবার বিকেলেই বাকিংহ্যাম প্যালেসের তরফে বিবৃতিতে জানানো হয় যে, স্কটল্য়ান্ডের বারমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানী। তার অবর্তমানে ব্রিটেনের শাসকের গদিতে বসতে চলেছেন তার পুত্র প্রিন্স চার্লস। ক্ষমতার হাতবদলের সঙ্গে সঙ্গেই একাধিক পরিবর্তনও আসবে। তবে বর্তমানে যে বিষয়টি সবথেকে বেশি চর্চায়, তা হল রানি দ্বিতীয় এলিজাবেথের পর কোহিনূর এবার কার মাথায় উঠবে?

এদিকে, গত বছরই রানী দ্বিতীয় এলিজাবেথ ঘোষণা করেছিলেন যে প্রিন্স চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়েল ক্যামিলিয়াই কুইন কনসর্ট হবেন। যখন তিনি এই দায়িত্ব গ্রহণ করবেন, সেই সময় তাকে কোহিনূর বসানো বিখ্যাত সেই মুকুট পরিয়ে দেওয়া হবে।

কার মাথায় উঠছে কোহিনূর খচিত মুকুট?

ব্রিটিশ রাজ পরিবারের নিয়ম অনুযায়ী, শাসকের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই উত্তরাধিকারীকে রাজগদির দায়িত্ব গ্রহণ করতে হয়। সেই প্রথা অনুযায়ীই আজ ব্রিটেনের পরবর্তী শাসক হিসাবে প্রিন্স চার্লস শপথ গ্রহণ করবেন। সেই সময়ই ক্যামিলিয়ার মাথায় উঠবে কোহিনূর খচিত মুকুট।

১০৫.৬ ক্যারাটের এই কোহিনূর হিরে নিয়ে বিতর্কের শেষ নেই। চতুর্দশ শতাব্দীতে ভারতের গোলকোন্ডা খনি থেকে পাওয়া গিয়েছিল এই কোহিনূর। ভারতে ব্রিটিশ শাসকরা আসার পরে, ১৮৪৯ সালে পাঞ্জাবের অধিকার গ্রহণের পরই কোহিনূর নিয়ে চলে যায় ব্রিটিশ শাসকরা। সেই হিরে তুলে দেওয়া হয় রানি ভিক্টোরিয়ার হাতে। তারপর থেকে ব্রিটেনেই রয়ে গিয়েছে কোহিনূর।

১৯৩৭ সালে কিং জর্জ ষষ্ঠের করোনেশন বা শাসক হিসাবে দায়িত্ব গ্রহণের সময় প্ল্যাটিনামের মুকুট তৈরি করা হয়। ওই মুকুটের মধ্যমণিই কোহিনূর। প্রথম এই মুকুট পরেন রানি এলিজাবেথ। বর্তমানে লন্ডন টাওয়ারেই সাজিয়ে রাখা রয়েছে এই মুকুট।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com