শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৪:১০ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টাইগারদের বোলিং তোপে টপাটপ উইকেট হারিয়ে দিশেহারা জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫২ বার পড়া হয়েছে

একমাত্র টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বিসিবি একাদশ। আজ সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে ম্যাচটি শুরু হয়। আগে ব্যাট করতে নেমেছে শেভরনরা।

সংক্ষিপ্ত স্কোর :

জিম্বাবুয়ে : ১৭৭/৫ (৫৬ ওভারে)

উইকেট পতন : ১০৫/১ (প্রিন্স মাসভাউরি-৪৫), ১২৫/২ (ক্রেইগ আরভিন-১০), ১২৯/৩ (ব্রিয়ান মুদজিনগানিয়ামা-১৭), ১৪৬/৪ (রেগিস চাকাবা-১৩), ১৪৬/৫ (তিনোতেন্দা মুতুমবোজি-০)।

জিম্বাবুয়েকে চেপে ধরেছে আকবর-সুমনরা : প্রথম সেশনে কোনো উইকেট না হারালেও দ্বিতীয় সেশনে জিম্বাবুয়েকে চেপে ধরেছে বিসিবি একাদশ। তুলে নিয়েছে জিম্বাবুয়ের ৫ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৫১ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৪৮ । শাহাদাত হোসেন নিয়েছেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন আল-আমিন জুনিয়র ও শরীফুল ইসলাম।

আল-আমিন ফেরালেন প্রিন্স মাসভাউরিকে : মধ্যাহ্ন বিরতির পর উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। আল-আমিন জুনিয়র ফিরিয়েছেন প্রিন্স মাসভাউরিকে। দলীয় ১০৫ রানের মাথায় ৩১তম ওভারে আল-আমিনের বলে উইকেটের পেছনে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে আউট হন তিনি। ৭৭ বল খেলে ৭ চারে ৪৫ রান করে যান তিনি।

মধ্যাহ্ন বিরতি পর্যন্ত উইকেট হারায়নি জিম্বাবুয়ে : দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম সেশনটি দারুণভাবে শেষ করেছে জিম্বাবুয়ে। ২৮ ওভার খেলে কোনো উইকেট না হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে শেভরনরা। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন কেভিন কাসুজা। ১০০ বল খেলে ৮ চারে ৫১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ৬৮ বল খেলে ৬ চারে ৪০ রান নিয়ে অপরাজিত আছেন প্রিন্স মাসভাউরি। বল হাতে বিসিবি একাদশ পাঁচজন বোলার ব্যবহার করেছে। কেউ-ই ব্রেক থ্রু এনে দিতে পারেননি। মুকিদুল ইসলাম ৫ ওভার, শরীফুল ইসলাম ৭ ওভার, সুমন খান ৭ ওভার, আমিনুল ইসলাম বিপ্লব ৭ ওভার ও আল-আমিন ২ ওভার বোলিং করেছেন।

জিম্বাবুয়ের জমাট ব্যাটিং : বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছে জিম্বাবুয়ে। জমাট ব্যাটিং করছে তারা। ২৬ ওভার শেষ হলেও জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দ্বিধাগ্রস্ত করতে পারেননি শরীফুল-সুমনরা। কেভিন কাসুজা ৪৬ ও প্রিন্স মাসভাউরি ৩৯ রান নিয়ে ব্যাট করছেন।

এই ম্যাচে বিসিবি একাদশের হয়ে খেলছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতে আসা ছয় ক্রিকেটার। তারা হলেন আকবর আলী, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন ও তানজিদ হাসান তামিম। এর মধ্যে শরীফুল কেবল এ দলের হয়ে খেলেছিলেন। বাকি পাঁচজনের নতুন অভিজ্ঞতা হল আজ।

বিসিবি একাদশ: আল-আমিন (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, আকবর আলী (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, শরীফুল ইসলাম, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধ, আমিনুল ইসলাম বিপ্লব, রিশাদ আহমেদ ও শাহাদাত হোসেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com