শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

টেস্টে শততম হারের লজ্জায় ডুবলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৯ বার পড়া হয়েছে
টেস্টে শততম হারের লজ্জায় ডুবলো টাইগাররা

অ্যান্টিগার পর সেন্ট লুসিয়াতেও বড় ব্যবধারে হারলো বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে সিরিজও খোয়ালো টাইগাররা।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে যাত্রা শুরু ২০০০ সালে। এরপর থেকে এখন পর্যন্ত টাইগাররা টেস্ট খেলেছেন ১৩৪টি। এর মধ্যে ১৬টিতে জয় ও ১৮টিতে ড্র করেছে তারা। আর বাকি ১০০টিতে হার।

টেস্ট ইতিহাসে মাত্র ১৩৪ ম্যাচ খেলেই ১০০ হারের দুর্নাম নেই আর কোনো দলের। এর আগে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ হারের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। তারা শততম হার রেখেছে ২৪১ টেস্টে। আর ৩৩টিতে পেয়েছিল জয়। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার শততম হার আসে ২৬৬ ম্যাচে। একই সময় তাদের জয় ছিল ৮৪ ম্যাচে।

শততম হার দেখতে সবচেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে অস্ট্রেলিয়াকে। ৩৭৪তম টেস্টে অজিরা পেয়েছিল শততম হারের স্বাদ। এছাড়া ১০০টি টেস্ট হারতে ওয়েস্ট ইন্ডিজের ৩৬৮, পাকিস্তানের ৩৫৭, ইংল্যান্ডের ৩৪১, ভারতের ৩০৩ ও দক্ষিণ আফ্রিকার ২৭৯ ম্যাচ লেগেছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com