মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪২ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

নিকলীতে অবৈধ্যভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদন্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৮৫২ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলীতে বুধবার (৪ডিসেম্বর) বিকেলে অবৈধ্যভাবে ধনু নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে তিনজনকে কারাদ- ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত সুত্র জানান, বুধবার বিকেলে সিংপুর ইউনিয়নের ধনু নদী থেকে অবৈধ্যভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী হাকিম সামছুদ্দিন মুন্না ঘটনাস্থলে পৌছে নদী থেকে উত্তোলনকৃত দুইটি বালুবাহী বলগেট জব্দসহ তিনজনকে আটক করা হয়। এ সময় প্রায় বালু উত্তোনের সরঞ্জাম ও শ্যালু পাম্প মেশিন ধ্বংস করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী হাকিম সামছুদ্দিন মুন্না ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনজনেকেই একমাস করে কারাদ- ও এক লাখ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরো একমাসের কারাদ- প্রদান করা হয়। আসামিরা হলো উপজেলার দামপাড়া গ্রামের আবু কালাম (৩০),মোঃ কাউসার মিয়া (৩২) ও হুমায়ুন (২৮)।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতেই তিনজনকে জেলা জেলখানায় প্রেরণ করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com