বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-১৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬২ বার পড়া হয়েছে

ভৈরবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০১৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা চারটায় ভৈরব উপজেলা প্রশাসেনর আয়োজনে চকবাজারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী এর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহি অফিসার লুবনা ফারজানা।

এছাড়াও সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাস, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কিশোরগঞ্জ শাখার সহকারি পরিচালক মোঃ ইব্রাহীম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামীলীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারন সম্পাদক আতিক আহমেদ সৌরভ। সভায় অন্যান্যদের মাঝে ভৈরব পৌর নিরাপদ খাদ্য পরিদর্শক নাছিমা বেগম, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সিনিয়র সহসভাপতি হাজী মোশারফ হোসেন, পরিচালক জাহিদুল ইসলাম জাবেদ, ভৈরব চক বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হাজী আঃ সাত্তার, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ ভৈরব বাজারে বিভিন্ন ব্যবসায়ীবৃন্দ ও সুশীল সমাজের মানুসজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভৈরব উপজেলা নির্বাহি অফিসার লুবনা ফারজানা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। বাজারের যেকোনো প্যাকেটজাত পণ্যসহ মূল্য নির্ধারণকৃত সকল পণ্যের সঠিক মূল্যের বাইরে যদি মূল্য চাওয়া হয় তাহলে সেটি ভোক্তা অধিকার লঙ্ঘন হবে এবং প্রশাসনকে অবগত করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ প্যাকেটজাত পণ্যের গায়ে উল্লেখ না থাকলে সেটিও আইনের আওতায় আসবে। তাই সকলকে স্ব স্ব অবস্থান থেকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবগত হয়ে আইনের সুবিদা ভোগ করার আহবান জানান তিনি।

এছাড়াও অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রীর সভাপতি রোটারিয়ান আলহাজ্ব মোঃ হুমায়ুন কবীর উপজেলা প্রশাসেনর এ আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, এসব সেমিনারের মাধ্যমে ব্যবসায়ীবৃন্দসহ সকল ভোক্তাগণ আইন সম্পর্কে অবগত হতে পারবেন। তাই হুট করে বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের হয়রানী না করে নিয়মিত এসব সভা/সেমিনারের আয়োজন অব্যাহত রাখার আহবান জানান তিনি। এছাড়াও সুষ্ঠভাবে আইন প্রয়োগে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। সভাশেষে উপস্থিত মানুষজনের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষ আইন-২০১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন আয়োজকরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com