বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৩৭ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সাতক্ষীরায় ১ লাখ ৬০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০
  • ২৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলায় আশ্রয় কেন্দ্রে আজ সকাল ৯ টা পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষকে আনা সম্ভব হয়েছে।

 

সাতক্ষীরা জেলা এখন ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। মোংলা ও পায়রা সমুদ্র বন্দরের প্রায় ৪০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে সুপার সাইক্লোন আম্পান। তাই এই দুই বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বাসসকে জানান, এ পর্যন্ত জেলার ৭ টি উপজেলায় ১৪৭ টি সাইক্লোন শেল্টার ও ১ হাজার ৭৯৬ টি স্কুল, কলেজ ও মাদ্রাসা বিকল্প আশ্রয়কেন্দ্রে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষকে আনা সম্ভব হয়েছে। বাকিদের আশ্রয়কেন্দ্রে আনার জন্য মাইকিংসহ সচেতনতামূলক প্রচারণা চলছে।

 

ঘূর্ণিঝড় এবং দ্বিতীয় পক্ষের চাঁদের সময়ের শেষ দিনের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরার অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে থেকে ১০ থেকে ১৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে আবহাওয়া অফিসের সূত্র জানায়।

 

শ্যামনগর, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় সকাল ৯ টা পর্যন্ত হালকা বাতাস ও জোর বৃষ্টিপাত হয়েছে। পরবর্তীতে মাঝে-মাঝে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com