বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

৮ শতাংশ প্রবৃদ্ধির আশা নতুন বছরে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৩৭৮ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট

নতুন বছরেই নতুন সরকারের হাত ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, শুধু প্রবৃদ্ধিই নয়, অন্যান্য সূচকের ওপরও নির্ভর করে অর্থনৈতিক ভিত্তি। ফলে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাওয়া সরকারকে নীতি সংস্কারে হতে হবে আরও কঠোর। কর্মসংস্থানবান্ধব বিনিয়োগকে উৎসাহিত করতে সরকারকে দিতে হবে সর্বোচ্চ নজর। ব্যাংক খাতের সংস্কার ও ঋণখেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গত পাঁচ মাসে রাজস্ব আহরণে যে ভাটা দেখা দিয়েছে, তাতে আগের মতো গতি সংস্কারে এখনই নজর দিতে হবে।

জানতে চাইলে বিশ্বব্যাংকের বাংলাদেশ শাখার প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বিভিন্ন সূচকে প্রবৃদ্ধি ৮ শতাংশ পর্যন্ত এসে গেছে। সেখানে দেখা যাচ্ছে, ম্যানুফ্যাকচারিং ডাবল ডিজিট প্রবৃদ্ধি সম্প্রতি দেখেছি, সেটা বজায় আছে। তার বড় সূচক হলো, রফতানি প্রবৃদ্ধি। রফতানিতে প্রথম পাঁচ মাসে গড়ে প্রায় ১৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। সেটা শুধু পোশাক খাতে সীমাবদ্ধ নয়, এর বাইরেও এবার ভালো প্রবৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ বাজারের যে ম্যানুফ্যাকচারিং, র-ম্যাটেরিয়াল আমদানি সেসব ক্ষেত্রেও ভালো প্রবৃদ্ধি হয়েছে। কাজেই প্রবৃদ্ধির ধারাবাহিকতাটা বজায় থাকবে বলেই আমরা আশা করছি।’

প্রবৃদ্ধি প্রসঙ্গে বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘আমাদের প্রাক্কলন ছিল ৭ শতাংশের মতো। সেদিক থেকে ৭ শতাংশ তো খুব হাই গ্রোথ রেট। প্রবৃদ্ধির দিক থেকে এর আশেপাশে থাকতে পারা মানেই অর্থনীতি খুব ভালো করছে। প্রবৃদ্ধি ছাড়াও সুষম অর্থনীতির জন্য কর্মসংস্থান খুব গুরুত্বপূর্ণ। সেজন্য কর্মসংস্থানবান্ধব বিনিয়োগকে উৎসাহিত করা, তার পথে যে বাধাগুলো আছে, সেগুলোও দূর করতে হবে। সেখানে বিনিয়োগের অর্থায়নে যে সমস্যাগুলো আছে, সেগুলো চিহ্নিত করে দূর করা দরকার। আমাদের যে পলিসিগুলো আছে, তা সংস্কার করতে হবে। এখন যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি সরকার এসেছে, কঠিন কাজে হাত দেওয়াটা সম্ভব করা উচিত। জনপ্রশাসনকে আরও দক্ষ ও জবাবদিহিতার মধ্যে এনে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এগুলো তো সোজা কাজ নয়, কঠিন। তবে এসব কাজ করার ক্ষেত্রে অনেক ধরনের ঝুঁকি নিতে হয়। এ ধরনের সরকার যাদের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা আছে, তাদের পক্ষে এ ধরনের কাজ করা সম্ভব। রাজনৈতিক সদিচ্ছাটা দেখানো সম্ভব। এগুলো করলে প্রবৃদ্ধি ৮ শতাংশ অর্জন করা তো কঠিন কিছু নয়।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com