কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠায় ভোট গ্রহণ স্থগিত ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মোঃ তাজুল ইসলাম জানান, গতকাল রাতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে সকাল ১০ টার দিকে ভোট স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে এই অভিযোগে প্রথমে পাঁচটি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রেখে বাকি ৮৪টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। পরে ৮৯টি কেন্দ্রের সব কটিতে ভোট গ্রহণ বন্ধের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। একই সাথে ব্যালট পেপারে সিল মেরে ভোটের বাক্স ভর্তি করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শফিকুল ইসলাম ও কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: শামসুদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।
Leave a Reply