নিউজ ডেস্ক :
ভৈরবে আগুনে দগ্ধ হওয়া পাদুকা শ্রমিক শাহীন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে টানা ছয়দিন মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত শাহীন উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের গোলাপ মিয়ার পুত্র। সে শহরের কমলপুর মুসলিমের মোড় এলাকায় অবস্থিত সাজ্জাদ হোসেনের ‘সাজ্জাদ ফুট ওয়্যার’ জুতার কারখানার শ্রমিক ছিলেন।
গত ১৩জানুয়ারী রবিবার প্রতিদিনের মতো শাহীন কারখানায় জুতায় প্যাস্টিং লাগানোর কাজ করছিলেন। এ-সময় পাশে থাকা সেলাই মেশিনের মটর থেকে আগুনের সূত্রপাত হলে জুতার প্যাস্টিং থেকে শাহিনের জামা কাপড়ে আগুন লেগে যায়। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা শাহীনকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থা দেখে শাহীন মিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করেন।
এ-বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোখলেছুর রহমান জানান, ছ’দিন আগে দগ্ধ হওয়া পাদুকা শ্রমিক ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের লাশ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। তবে এব্যাপরে এখনো কোনো অভিযোগ আসেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষা ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply