বিনোদন ডেস্ক :
অভিনেত্রী শ্রুতি হাসান। ভারতের দক্ষিণী সিনেমায় তাকে বেশি দেখা যায়। তবে বলিউডেও অভিনয় করেছেন। সম্প্রতি এই অভিনেত্রীর একটি সাক্ষাৎকার প্রকাশ হয়েছে। সেখানে তিনি পরবর্তী বলিউড সিনেমা ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক বিদ্রূপ প্রসঙ্গে কথা বলেছেন। শ্রুতি হাসান বলেন, ‘সত্যি বলতে, আমি এক বছরের জন্য বিরতি নিয়েছি।
সম্ভবত, বলিউডে কাজ করতে একটু দেরি হবে। কারণ এখন আমি অন্য কাজ নিয়ে ব্যস্ত। বর্তমানে তামিল, তেলেগু ভাষার যে সিনেমা করছি সেগুলোর দিকেই মনোযোগ দিচ্ছি। তবে বলিউড থেকে যদি কোনো আকর্ষণীয় প্রস্তাব পাই তাহলে অবশ্যই সেটি করব।’
সামাজিক যোগাযোগমাধ্যমে শারীরিক গড়ন নিয়ে প্রায়ই বিদ্রূপের শিকার হন শ্রুতি হাসান। এ অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে- অনেক মানুষ আছেন যারা বলেন, ওহ! সে বিয়ে করেছে! মোটা হয়ে যাচ্ছে! তারা নানান কথা বলেন। তখন খুব কষ্ট লাগে, কারণ আমি জানি আমার শারীরিক সমস্যা ছিল। গত দশ বছর নিজের যত্ন নেয়ার জন্য কোনো সময় পাইনি। প্রত্যেক মানুষের ক্ষেত্রেই এমন হয়।’
এখন অনেক অভিনয়শিল্পী ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে ঝুঁকছেন। শ্রুতিও প্রস্তাব পাচ্ছেন, কিন্তু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এ অভিনেত্রী বলেন, ‘শুরু করার আগে আমাকে এটি পছন্দ হতে হবে।
আমি মনে করি, ডিজিটাল প্ল্যাটফর্ম পরিবর্তন হচ্ছে। আমাকে এর ভ্যালু বুঝতে হবে। বিভিন্ন সিরিজ নিয়ে মানুষের মুগ্ধতা আমি খেয়াল করেছি এবং এটি খুবই ভালো। আমার মতে, এই জগৎ পরখ করে দেখার আগে গল্পটা পছন্দ হতে হবে।’
Leave a Reply