দিলীপ কুমার সাহা :
অবশেষে তিনমাস পর কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি পেলেন।স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহের বিকল হওয়া মোটর পাম্পটি সচল করেন।
গত ৩০ জানুয়ারি অনলাইন ওয়ান নিউজ বিডি ডটকম ২৪ এ কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই আড়াই মাস শিরোনামে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহ নির্বাহী প্রকৌশল স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। গত ২৩ ফেব্রুয়ারি রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহের বিকল হওয়া মোটর পাম্পটি সচল করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আস আদ দীন মাহমুদ নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আস আদ দীন মাহমুদ জানান, গত বছর ১১ নভেম্বর।স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহের বিকল হওয়া মোটর পাম্পটি বিকল হয়ে গেলে ময়মনসিংহ নির্বাহী প্রকৌশল স্বাস্থ্য বিভাগের কর্তৃপক্ষকে লিখিতভাবে তিনবার জানানোর পরও কতৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। বা ওই বিভাগের কোনো প্রতিনিধিকেও পাঠাননি। এতে ৩১ শয্যাবিশিষ্ট এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদেও দুর্ভোগ লাগব হবে।
Leave a Reply