নিউজ ডেস্ক :
বইয়ের ভিতরে করে লুকিয়ে অভিনব উপায়ে ইয়াবা পাচার করতে গিয়ে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকা থেকে ৮২ পিস ইয়াবাসহ মো. মনিরুজ্জামান (৫০) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, মাদককে নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকায় তারা অভিযান পরিচালনা করেন।
আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. মনিরুজ্জামান কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল ইউনিয়নের কানকাটি গ্রামের মো. আবু সাঈদের ছেলে।
অভিযানে বইয়ের ভিতরে লুকিয়ে রাখা ৮২পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো. মনিরুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া মো. মনিরুজ্জামান মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় আটক হওয়া মো. মনিরুজ্জামানকে আসামি করে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান লে. কমান্ডার, বিএন এম শোভন খান।
Leave a Reply