কিশোরগঞ্জ জেলা সদরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) কাউছার আহমেদকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত বুধবার (১১ নভেম্বর) এক আদেশে তাকে তাৎক্ষণিক বদলি করে নোয়াখালী জেলার সুবর্নচর উপজেলায় পাঠানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের উপ-পরিচালক (প্রশাসন-১) উপসচিব লুৎফুন নাহার এই অফিস আদেশ জারি করেন।
কিশোরগঞ্জ সদর উপজেলায় কর্মকালীন সময়ে পিআইও কাওছার আহমেদের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়। তিনি বিভিন্ন প্রকল্পের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের সিডিউল বিক্রির ১৮ লাখ ৭০ হাজার টাকা সরকারি তহবিলে জমা না দিয়ে টাকা আত্মসাত করেছেন।
এছাড়া তিনি বিভিন্ন প্রকল্পের কাজ সিডিউল মোতাবেক সঠিকভাবে না করিয়ে প্রকল্পের সাথে জড়িতদের প্রকল্পের টাকা মেরে দেয়ার সুযোগ করে দিয়ে নিজেও লাভবান হয়ে অবৈধভাবে লাখ লাখ টাকা কামিয়েছেন।
এসব অভিযোগের সত্যতা প্রমাণ হওয়ায় কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী তাকে অন্যত্র বদলি করে অভিযুক্ত কাউছারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালকের কাছে গত ৫ অক্টোবর এক পত্র প্রেরণ করেছেন।
Leave a Reply