কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে মেহ্রাব হেলথ্ কেয়ার এন্ড জেনারেল হসপিটালে ডিজিটাল এক্স-রে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মেহ্রাব হেলথ্ কেয়ার এন্ড জেনারেল হসপিটালে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক কেক ও ফিতা কেটে ডিজিটাল এক্স-রে উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী অফিসার হারুন-অর-রশিদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী, অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান ও অষ্টগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ জামান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শামীমের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহ্রাব হেলথ্ কেয়ার এন্ড জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডা. নাজমুল হাসান সোহেল।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈকি নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply